Sulph: অপরিষ্কার, নোংরা, প্রায় সব সময়ই কোন না কোনরূপ চর্মরোগে ভোগে।
Sulph: গোসল করতে বা গা ধুতে চায় না, গোসল করলে রোগের বৃদ্ধি, শরীরে ও মুখে দুর্গন্ধ, শরীর শীর্ণ কিন্তু পেট বড়, সর্বদা গরম অনুভূতি, নোংরা জিনিসও সুন্দর মনে হয়।
Sulph: ধর্ম বা দার্শনিক বিষয়ে চিন্তায় রত থাকে অথবা আত্মার মুক্তি হবে কিরূপে সে ভাবনায় ব্যস্ত থাকে।
Sulph: হাত পা ও মাথার তালু গরম, মাঝে মাঝে মুখমণ্ডল ও চোখে গরমের ঝলকা উঠে, পায়ে হাত দিলে ঠাণ্ডা অনুভূত হয়, কিন্তু ভিতরে জ্বালা।
Sulph: ঠোট লাল, জিহ্বা সাদা কিন্তু ধার ও ডগা লাল।
Sulph: পানি পান করে বেশী কিন্তু খাবার খায় কম, মিষ্টি খেতে ভালবাসে।
Sulph: বেলা ১১ টার সময় রোগ লক্ষণ বৃদ্ধি।
Sulph: কুঁজো হয়ে চলে ও বসে।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< স্রাব বা উদ্ভেদ চাপা পড়লে
< কথা বললে < গোসল করলে < দুধ পানে < উত্তপ্ত হয়ে উঠলে < মহিলাদের রজঃনিবৃত্তিকালে < বায়ুমণ্ডলীর পরিবর্তনে < দাঁড়ালে < প্রতিদিন সকাল ১১টায় < নিচের দিকে তাকালে < উঁচুতে উঠলে < পূর্ণিমায় < সামনে ঝুঁকলে < মিষ্টি খেলে < প্রবাহমান পানির শব্দে < টিকাদানে < অত্যধিক পরিশ্রম করলে < বিছানায় গেলে < পশমী পোশাক পরিধানে < অর্শ চাপা পড়লে < বিশ্রামে < রাতে < অ্যালকোহল পানে < মধ্যরাতের পর < বদ্ধ ঘরে |
> শুষ্ক উষ্ণ আবহাওয়ায়
> খোলা বাতাসে > নড়াচড়ায় > হাঁটলে > ঘাম হলে > ডান কাতে শুয়ে থাকলে > আক্রান্ত অঙ্গগুলি টানলে |