Syph: সকল কষ্ট রাতে বৃদ্ধি হয়, সন্ধ্যায় আরম্ভ হয়ে শেষরাত পর্যন্ত থাকে, ব্যথা ধীরে ধীরে বাড়ে ও ধীরে ধীরে কমে, এ কারণে সকালে অত্যন্ত অবসাদ ও দুর্বলতা।
Syph: রেখার মত লম্বা স্থানে অত্যধিক ব্যথা।
Syph: পাগল হয়ে যাবে রোগীর এমন ধারণা হয়।
Syph: মুখ, নাক, জননেন্দ্রিয়, চর্ম ইত্যাদি নানাস্থানে ক্ষত হয়, ক্ষতের রং তামাটে কিন্তু ঠাণ্ডা লাগালে নীলচে হয়, শরীরের স্রাব মাত্রেরই অত্যন্ত দুর্গন্ধ হয়।
Syph: ক্রমাগত একটার পর একটা ফোঁড়া উঠতে থাকে।
Syph: মুখে অতিরিক্ত থুথু জমে, ঘুমালে মুখ হতে লালা পড়ে (মার্ক)।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< রাতে
< স্যাঁতসেঁতে পরিবেশে বা আবহাওয়ায় < সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত < প্রতি পূর্ণিমায় < অতি উত্তাপে বা ঠান্ডায় < বজ্রপাতে < জিহ্বা প্রসারিত করলে < রাত ২টা থেকে ৪টা পর্যন্ত |
> অবস্থান পরিবর্তন করলে
> অনবরত বা ধীরে ধীরে নড়াচড়ায় > উচ্চতায় উঠলে > উত্তাপ প্রয়োগে |