Tellurium [Tell] টেলিউরিয়াম

Tell: ক্রমাগত সর্দির সহিত স্বরভঙ্গ ও চোখ দিয়ে পানি নির্গত হয়।

Tell: কানের পিছনে একজিমা ও মুখমণ্ডলে দাদ।

Tell: শরীরে ও ঘামে আঁশটে বা রসুনের মত গন্ধ।

Tell: সকল স্রাব ক্ষতকর, চুলকায় ও ফুঁস্কুড়ি উঠে এবং তাতে আঁশটে ও রশুনের মত দুর্গন্ধ হয়।

Tell: মেরুদণ্ডে অত্যন্ত বেদনা বা স্পর্শকাতরতা, বিশেষ করে সার্ভাইক্যালের শেষ প্রান্ত থেকে ৫ম ভার্টিব্রা পর্যন্ত বেদনা।

Tell: হাঁটুর পিছনের টেন্ডনের সংকোচন।

Tell: ডান পাশের সেক্রাল রিজনে ব্যথা, কাশি দিলে ও পায়খানার জন্য কোঁথানি দিলে বৃদ্ধি।

 

বৃদ্ধি হয় উপশম হয়
< স্পর্শে

< আক্রান্ত পার্শ্বে শয়ন করলে

< ঠাণ্ডায়

< খালি ঢোক গিললে

< ভোর ৫টায়

< সকাল ৯টায়

> রাত ৯টায়

> খোলা বাতাসে

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *