Ter: জিহ্বা শুষ্ক, রক্তবর্ণ, মসৃণ, চকচকে, ক্ষতকর ব্যথা ও জিহ্বার অগ্রভাগে জ্বালাপোড়া।
Ter: পেট ফেঁপে ঢাকের মত হয়।
Ter: কিডনি স্থানে মৃদু অথবা ছিঁড়ে ফেলার মত ব্যথা, প্রস্রাব করার সময় মূত্রনালিতে জ্বালা, প্রস্রাব ধোঁয়ার মত, ঘন হলদে বা কর্দমাক্ত বা কফির মত তলানি পড়ে ও অত্যধিক দুর্গন্ধ হয়।
Ter: পেটের ব্যথার জন্য বার বার প্রস্রাব হয়।
Ter: বৃদ্ধ মানুষের মত সামনের দিকে ঝুঁকে হাঁটে।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< স্যাঁতসেঁতে পরিবেশে বা আবহাওয়ায়
< রাতে < ঠান্ডায় < শয়ন করলে < চাপ প্রয়োগে < প্রস্রাব করার সময় < বসলে |
> নড়াচড়ায়
> সামনে ঝুঁকলে > হাঁটলে |