Terebinthiniae Oleum [Ter] টেরেবিন্থিনা অলেয়াম

Ter: জিহ্বা শুষ্ক, রক্তবর্ণ, মসৃণ, চকচকে, ক্ষতকর ব্যথা ও জিহ্বার অগ্রভাগে জ্বালাপোড়া।

Ter: পেট ফেঁপে ঢাকের মত হয়।

Ter: কিডনি স্থানে মৃদু অথবা ছিঁড়ে ফেলার মত ব্যথা, প্রস্রাব করার সময় মূত্রনালিতে জ্বালা, প্রস্রাব ধোঁয়ার মত, ঘন হলদে বা কর্দমাক্ত বা কফির মত তলানি পড়ে ও অত্যধিক দুর্গন্ধ হয়।

Ter: পেটের ব্যথার জন্য বার বার প্রস্রাব হয়।

Ter: বৃদ্ধ মানুষের মত সামনের দিকে ঝুঁকে হাঁটে।

 

বৃদ্ধি হয় উপশম হয়
< স্যাঁতসেঁতে পরিবেশে বা আবহাওয়ায়

< রাতে

< ঠান্ডায়

< শয়ন করলে

< চাপ প্রয়োগে

< প্রস্রাব করার সময়

< বসলে

> নড়াচড়ায়

> সামনে ঝুঁকলে

> হাঁটলে

 

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *