শিশুর তৃতীয় মাস
শিশুর বয়স যখন ৯ সপ্তাহ:
শিশু নানান রকম শব্দে মুগ্ধ হবে, আপনার কথা শুনতে আগ্রহী হবে, আপনি কথা বলার সাথে সাথে আপনার মুখের দিকে মনোযোগ সহকারে তাকাবে।
শিশুর বয়স যখন ১০ সপ্তাহ:
এ সময়ে শিশু পিতা-মাতা ও নিকটজনের মুখ দেখে চিনতে পারবে, তারা কাছে আসলে শিশু উল্লসিত হয়ে সাড়া দিবে, এখন শিশু সামাজিক দক্ষতা উন্নত করতে প্রস্তুত, তাই তাদের পারিবারিক ক্রিয়াকলাপে অন্তর্ভুক্ত করুন। যেমন, শিশুকে সামনে রেখে খাবার খাওয়া, এবাদত করা ও কাজ কর্ম করা ইত্যাদি।
শিশুর বয়স যখন ১১ সপ্তাহ:
এ সময়ে শিশু দীর্ঘ সময়ের জন্য জেগে থাকে। তারা বিশ্ব সম্পর্কে জানতে উদ্বিগ্ন, খেলনার প্রতি আগ্রহ দেখাবে।
শিশুর বয়স যখন ১২ সপ্তাহ:
আপনার শিশুর তৃতীয় মাস এ মজার শিশুতে রূপান্তরিত হবে, আপনার সাথে হাসবে, ধমক দিলে রাগ করবে, শিশু তার হাত দুটি চিহ্নিত করতে পারবে, তার আঙ্গুলসমূহ চিহ্নিত করতে পারবে, আঙ্গুল মুখে দিয়ে তার স্বাদ উপলব্ধি করবে, যে কোন বস্তু শিশুর হাতে দিলে তা মুখে দিয়ে তার স্বাদ উপলব্ধি করবে। এ সময় আপনার শিশুর সাথে বেশি বেশি কথা বলুন, নতুন নতুন জিনিস তার সামনে আনুন, শিশুর নিকট অঙ্গপ্রত্যঙ্গের নাম, বাবা, মা, দাদা, দাদী, নানা, নানী ও সৃষ্টিকর্তার নাম বার বার বলুন ও চিনিয়ে দিন।
যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন
সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন