শিশুর বয়স যখন ৩ বছর

শিশুর বয়স যখন ৩ বছর:

  • প্রায় ৪-৫ পাউন্ড শারীরিক ওজন বৃদ্ধি পাবে।
  • শিশু প্রাপ্তবয়স্ক হলে যতটা উচ্চতা প্রাপ্ত হওয়ার কথা, মাত্র ৩ বছর তার অর্ধেক উচ্চতা প্রাপ্ত বা লম্বা হবে।
  • শরীরের ভারসাম্য উন্নতি লাভ করবে।
  • দৃষ্টিশক্তি আরো প্রখর হবে।
  • প্রায় ২০ টি প্রাথমিক দাঁত উঠবে।
  • এক দিনে প্রায় ১১ থেকে ১৩ ঘণ্টা ঘুমাবে।
  • দিনের বেলা মল-মূত্রের বেগ নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে, কখনো কখনো রাতেও সক্ষম হবে।
  • ভারসাম্য রক্ষা করে এক পায়ে হালকা লাফ দিতে সক্ষম হবে।
  • রেলিং না ধরে সিঁড়ি বেয়ে উঠতে সক্ষম হবে।
  • খেলনা ব্লক বা কিউব দিয়ে ৯ তলা বিশিষ্ট টাওয়ার নির্মাণ করতে সক্ষম হবে।
  • ছোট ফাঁকা স্থানে সহজেই একটি ছোট বস্তু স্থাপন করতে সক্ষম হবে।
  • একটি বৃত্ত আঁকতে পারবে।
  • তিন চাকা বিশিষ্ট খেলনা সাইকেলের প্যাডেল চালাতে সক্ষম হবে।

সংবেদনশীলতা, মানসিক ও সামাজিক দক্ষতা

  • তার ব্রেইনে কয়েকশো শব্দের শব্দভাণ্ডার সঞ্চিত হবে।
  • তিন শব্দের বাক্যে কথা বলতে সক্ষম হবে।
  • তিনটি বস্তু গণনা করতে সক্ষম হবে।
  • বহুবচন এবং সর্বনাম ব্যবহার করতে শিখবে।
  • শিশুর প্রায় সকল কথাই বোধগম্য হবে।
  • নানান প্রশ্ন জিজ্ঞেস করবে।
  • দীর্ঘ সময় ধরে কোনো বিষয় বা খেলাধুলায় আবদ্ধ হয়ে থাকবে।
  • কোনো বিষয়ে গভীর মনোযোগ দিতে সক্ষম হবে।
  • সহজেই নিজের খাবার নিজে খেতে পারবে।
  • অল্প সময়ের জন্য বাবা মা তার কাছ থেকে সরে গেলে সে আর ভয় পাবে না।
  • কাল্পনিক বিষয়ে ভয় পাবে।
  • নিজের নাম, বয়স এবং লিঙ্গ (ছেলে/মেয়ে) বলতে পারবে।
  • বিভিন্ন বিষয় বা ঘটনা শেয়ার করবে।
  • অংশগ্রহণমূলক খেলা খেলবে অর্থাৎ টিম করে খেলতে পারবে।

 

 অভিভাবকদের করণীয়

  • খেলাধুলা করার জন্য নিরাপদ জায়গা প্রদান করুন।
  • শারীরিক কার্যকলাপের জন্য প্রয়োজনীয় জায়গা দিন।
  • শিশুকে বিভিন্ন খেলাধুলা ও তার নিয়ম-কানুন শিখতে সহায়তা করুন।
  • টিভি, কম্পিউটার ও মোবাইল দেখার সময় বা বিষয়-বস্তু সীমিত ও নিয়ন্ত্রণ করুন।
  • পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারেন।
  • ঘরের ছোট-খাটো কাজে সাহায্য করতে উৎসাহিত করুন।
  • সামাজিক কাজে দক্ষতা বিকাশে অন্য শিশুদের সঙ্গে খেলতে দিন।
  • সৃজনশীল খেলাধুলা করতে উৎসাহিত করুন।
  • একসাথে বই পড়ুন।
  • শিশুর বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাদেরকে শিখতে সহায়তা করুন।
  • শিশুর ইতিবাচক আগ্রহকে প্রাধান্য দিন।
  • শিশুর অনুভূতি প্রকাশে অভিনয় না করে যেন মুখের ভাষায় প্রকাশ করে সে ব্যাপারে উৎসাহিত করুন।

যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন

সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.

.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *