Thuj: শ্লৈষ্মিক ঝিল্লী ও চর্মের উপরে আঁচিল হয়, আচ্ছাদিত স্থানে চর্ম উদ্ভেদ হয়, আচ্ছাদনহীন স্থানে ঘর্ম।
Thuj: মনে হয় যেন অপরিচিত লোক তার পাশে শুয়ে আছে, যেন আত্মা ও শরীর পৃথক হয়ে আছে, পেটের ভিতর যেন কোন জীবিত প্রাণী আছে ও নড়াচড়া করছে, শরীর যেন কাচে নির্মিত এবং উহা ভেঙ্গে যাবে।
Thuj: মাথার রগে যেন একটি লোহার পেরেক ঢুকিয়ে দেয়া হচ্ছে এরূপ ব্যথা।
Thuj: চোখ বন্ধ করলে মাথা ঘোরে।
Thuj: দাঁতের গোঁড়ার দিক ক্ষয় হয়, কিন্তু আগার দিক ভাল থাকে, চা খেলে দাঁতে ব্যথা।
Thuj: গনোরিয়া রোগে পাতলা হলদে স্রাব বের হয় ও প্রস্রাবের সময় জ্বলে।
Thuj: সকালে অধিকাংশ রোগের বৃদ্ধি ও সকালে কিছু খেতে পারে না।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< মাসিকের সময়
< চা, কফি পানে < মিষ্টি খেলে < সূর্যের উত্তাপে < চোখ বন্ধ করলে < অ্যালকোহল পানে < সকালের নাস্তার পর < টিকাদান করলে < সহবাস করলে |
> উষ্ণতায়
> পোশাক পরিধানে > স্রাব নিঃসরণে > ঘর্ষণে > স্ট্রেচিং করলে > স্পর্শে > বাম দিকে > পা ক্রসিং করলে |