Thyroidinum [Thyr] থাইরয়েডিনাম

Thyr: অধিক পরিমাণে চিনি বা মিষ্টি খাওয়ার তীব্র আকাঙ্ক্ষা।

Thyr: দ্রুত শীর্ণতা অথবা মোটা হওয়া।

Thyr: লিভারে কেটে ফেলার মত ব্যথা, গভীর নিশ্বাস নিলে বৃদ্ধি।

Thyr: ঠাণ্ডা বাতাস হতে গরম ঘরে গেলে কাশি।

Thyr: হেলান দিলে শ্বাসকষ্টের উপশম।

Thyr: হৃদপিণ্ডে অত্যন্ত ধড়ফড়ানি, যেন হাতুড়ি দিয়ে পিটাচ্ছে, হৃদপিণ্ডের ব্যথা বগল পর্যন্ত ছড়িয়ে পড়ে, হৃদপিণ্ডটাকে যেন কেউ মুঠ করে ধরছে এমন অনুভূতি।

Thyr: মনে হয় শরীরের রক্ত নীচের দিকে নেমে যাচ্ছে।

 

বৃদ্ধি হয় উপশম হয়
< সামান্য পরিশ্রমে

< সামান্য ঠান্ডায় হেলান দিলে

< সামনে ঝুঁকলে

< ঠান্ডা বাতাসের মধ্যে থেকে এসে একটি উষ্ণ ঘরে প্রবেশ করলে

< ঋতুস্রাবের সময় ভেরিকোজ ভেইনের সংবেদনশীলতা

< মাসিকের আগে

< দ্বন্দ্বে

> পেটের উপর ভর দিয়ে শুয়ে থাকলে

> বিশ্রামে

> চাপ চাপ রক্তযুক্ত ঋতুস্রাব হলে

 

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *