Tub: মেজাজ অত্যন্ত খিটখিটে, মানসিক শ্রমবিমুখতা, সন্ধ্যা হতে মধ্যরাত পর্যন্ত উৎকণ্ঠা ও বেশী কথা বলে, জীবন ভারী মনে হয়, সামান্য কারণে রেগে যায়, দেশ ভ্রমণের প্রবল ইচ্ছা।
Tub: রোগীর বুদ্ধিবৃত্তি ও স্মরণশক্তি বেশ তীক্ষ্ণ, কিন্তু শরীর দুর্বল।
Tub: দ্রুত শীর্ণ হতে থাকে, যদিও ভালো খাবার খায়, ঠাণ্ডা পানি পানের প্রবল আকাঙ্ক্ষা।
Tub: শিশুর রোগীর ঠোঁট লাল ও চোখের সাদা অংশ নীলাভ, দেরীতে দাঁত উঠে, সম্মুখের দাঁতে পোকা ধরে তাতে গোল, কালো ছিদ্র হয়।
Tub: ঘুম আসার উপক্রম হলে ও ঘুমের সময় পেশীগুলি ঝাঁকুনি দিয়ে উঠে।
Tub: স্থির হয়ে থাকলে ব্যথার উপশম হয়, আবহাওয়ার পরিবর্তনে রোগ বৃদ্ধি।
Tub: সর্বদা রোগ লক্ষণের পরিবর্তন হয়, সুনির্বাচিত ঔষধে ফল হয় না, একটু ঘরের বাইরে থাকলে সর্দি লাগে।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< বদ্ধ ঘরে
< গোলমালে < পরিশ্রমে < স্যাঁতসেঁতে, ঠান্ডা বাতাসে < দমকা হাওয়ায় < ঘুম থেকে জাগরত হলে |
> ঠান্ডা বাতাসে
> খোলা বাতাসে > নড়াচড়ায় > পাহাড়-পর্বত, বন-বাদারে ঘুরে বেড়ালে, বিশেষ করে পাইন বনে |