টিউবারকলঃ শরীরের ত্বক, অস্থি ও আভ্যন্তরীণ অঙ্গে ক্ষুদ্র গুটিকা, বৃত্তাকার পিন্ড বা টিউমারের মত এক প্রকার রোগ বিশেষ। যা অস্থি, স্তন, অণ্ডকোষ, ফুসফুস, মাথার ব্রেইন, লিভার ইত্যাদি স্থানে এ রোগ হয়। নিচে দেয়া রুব্রিক সমূহ পড়লে এ রোগের বৈশিষ্ট্য সম্পর্কে স্পষ্ট ধারনা পাওয়া যাবে।
চিকিৎসাঃ নিম্নে বর্ণিত লক্ষণ ও তার ঔষধ সমূহ প্রাথমিক ভাবে বিবেচনায় নিয়ে সফল হোমিওপ্যাথি চিকিৎসা করা সম্ভব।
ঔষধ প্রয়োগ সম্পর্কিত সাবধানতা
ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমারের রুব্রিক ও ঔষধ সমূহঃ
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার TUBERCLES, (71) 1 agar, 1 alum, 1 am-c, 2 am-m, 1 anac, 1 ang, 2 ant-c, 1 apis, 1 aran, 2 ars, 1 aur, 2 bar-c, 1 bar-m, 2 bry, 3 CALC, 1 calc-p, 1 calc-s, 2 carb-an, 1 carbn-s, 2 carb-v, 3 CAUST, 2 cic, 1 cocc, 2 con, 1 crot-h, 2 dulc, 2 fl-ac, 2 graph, 1 hell, 2 hep, 1 hydrc, 1 kali-ar, 2 kali-bi, 2 kali-br, 1 kali-c, 2 kali-i, 1 kali-n, 1 kali-s, 3 LACH, 3 LED, 2 lyc, 1 mag-c, 1 mag-s, 1 mang, 2 merc, 1 merc-c, 2 mez, 2 mur-ac, 1 nat-ar, 2 nat-c, 2 nat-m, 2 nit-ac, 1 nux-v, 2 olnd, 2 petr, 1 ph-ac, 2 phos, 2 rhus-t, 1 sec, 1 sel, 1 sep, 2 sil, 1 stann, 2 staph, 2 sulph, 1 sul-ac, 1 tarax, 2 thuj, 1 valer, 1 verat, 1 zinc
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, মুত্রে এলবুমেনের সহিত TUBERCLES, albuminuria, with (1) 1 calc-ar
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, ব্রেইনে TUBERCLES, brain, in (3) 3 CALC-P, 2 caust, 1 hyper
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, জ্বালাকর (16) TUBERCLES, burning (16) 1 am-c, 1 am-m, 1 calc, 2 carb-an, 1 cocc, 1 dulc, 1 kali-i, 1 mag-m, 1 mag-s, 1 mang, 2 merc, 1 mur-ac, 1 nicc, 2 nit-ac, 1 phos, 2 staph
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, টেনে ধরার মত বেদনা দায়ক (1) TUBERCLES, drawing, painful (1) 1 cham
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, মৃগীরোগের কারণে TUBERCLES, epilepsy, causes (1) 2 kali-br
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, ইরিসিপেলেটাস TUBERCLES, erysipelatous (3) 2 nat-c, 2 phos, 1 sil
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, চিবানোর মত ব্যথা TUBERCLES, gnawing (1) 1 rhus-t
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, শক্ত TUBERCLES, hard (14) 1 am-c, 1 am-m, 1 ant-c, 1 bar-c, 1 bov, 2 bry, 1 con, 2 lach, 2 mag-c, 2 mag-s, 1 nat-m, 1 phos, 1 rhus-t, 1 valer
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, সেঁতসেঁতে TUBERCLES, humid (2) 1 kali-n, 1 sel
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, প্রদাহিত TUBERCLES, inflamed (2) 1 am-m, 1 rhus-t
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, চুলকানি যুক্ত TUBERCLES, itching (24) 1 am-m, 1 aur, 1 canth, 1 carb-an, 1 cham, 1 cocc, 1 dulc, 1 graph, 1 kali-c, 1 kali-n, 1 lach, 1 lyc, 1 mag-c, 1 mag-s, 1 mur-ac, 1 nat-m, 1 nit-ac, 1 op, 1 rhus-t, 1 staph, 1 stram, 1 stront-c, 1 tub, 1 zinc
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, কিডনিতে TUBERCLES, kidneys, in (1) 1 hippoz
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, কুষ্ঠব্যাধিগ্রস্ত TUBERCLES, leprous (3) 2 nat-c, 1 phos, 2 sil
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, ফুসফুসে TUBERCLES, lungs, in (1) 1 hippoz
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, ম্যালিগন্যান্ট TUBERCLES, malignant (1) 1 ars
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, মিলিয়ারি TUBERCLES, miliary (1) 1 nat-m
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, শ্লেষ্মাময় TUBERCLES, mucous (3) 2 fl-ac, 2 nit-ac, 2 thuj
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, বেদনাদায়ক TUBERCLES, painful (8)
- 1 am-c, 1 ars, 1 bell, 1 bov, 1 lach, 1 lyc, 1 ph-ac, 1 zinc
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, বেদনা শূন্য TUBERCLES, painless (8) 1 arn, 1 bell, 1 graph, 1 ign, 1 led, 1 olnd, 1 squil, 1 verat
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, লিঙ্গ মুন্ডে TUBERCLES, penis, in glans (1) 1 hippoz
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, মস্তক অস্থির উপরের আবরণে, ডুরা মেটার ও প্লেক্সাস কোরাইডে TUBERCLES, periosteum of skull, in, dura mater and plexus choroides (1) 1 hippoz
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, ফুসফুস ধরা কলার উপড়ে ছোট স্ফীতি TUBERCLES, pleura, upon, small (1) 1 hippoz
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, বেগুনী লাল বর্ণের TUBERCLES, purple (1) 1 tub
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, উঠানো TUBERCLES, raised (3) 1 olnd, 1 rhus-v, 1 valer
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, লাল TUBERCLES, red (25) 2 am-c, 1 berb, 1 bov, 1 carb-an, 1 carb-v, 1 dig, 2 hep, 1 kali-chl, 1 kali-i, 2 lach, 2 led, 1 mag-c, 1 mag-m, 2 merc, 1 mur-ac, 1 nat-m, 1 nit-ac, 1 op, 1 ph-ac, 1 puls, 1 sep, 1 spig, 1 sulph, 2 thuj, 1 verat
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, চারিদিকে লাল TUBERCLES, red areola (3) 1 cocc, 1 dulc, 1 ph-ac
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, চুলকানোর পরে TUBERCLES, scratching, after (2) 1 mang, 1 zinc
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, চর্মক্লেদ TUBERCLES, scurfy (1) 1 sulph
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, ফুসফুসে দৃঢ় জমিনে ধুসর হলদে লালচে বর্ণের মটর বা ভুট্রা দানার মত TUBERCLES, size of a millet seed to a pea, firm texture, gray, yellowish or reddish, in lungs (1) 1 hippoz
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, মসৃণ TUBERCLES, smooth (1) 1 ph-ac
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, কোমল TUBERCLES, soft (3) 3 BELL, 1 crot-h, 1 lach
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, প্রদাহিত স্পর্শকাতর বেদনাদায়ক যেন TUBERCLES, sore, painful, as if (3) 1 ant-c, 1 caust, 1 ph-ac
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, ছুরিকাঘাতের ক্ষতের পরে TUBERCLES, stab wound, after (1) 1-Sep
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, হুল ফুটার ন্যায় ব্যথা TUBERCLES, stinging (10) 1 calc, 1 caust, 1 dulc, 1 kali-i, 1 led, 1 mag-c, 1 phos, 1 rhus-t, 1 squil, 1 stram
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, গ্রীষ্মকালে TUBERCLES, summer (1) 2 kali-bi
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, পেকে ত্তঠা TUBERCLES, suppurating (8) 1 am-c, 1 bov, 2 caust, 2 fl-ac, 2 kali-bi, 1 nat-c, 1 nit-ac, 2 sil
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, সিফিলিস জাত TUBERCLES, syphilitic (12) 1 ars, 2 ars-i, 1 dulc, 1 fl-ac, 1 hep, 1 kali-bi, 2 kali-i, 2 merc, 2 nit-ac, 1 phyt, 1 sil, 1 thuj
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, ছিন্নকর TUBERCLES, tearing (2) 1 cham, 1 con
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, টান টান ভাবযুক্ত TUBERCLES, tensive (2) 1 caust, 1 mur-ac
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, অণ্ডকোষে TUBERCLES, testicles, in (1) 1 hippoz
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, কন্দযুক্ত TUBERCLES, tuberous (5) 2 kali-bi, 2 nat-c, 1 phos, 1 sil, 2 tub
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, ক্ষত যুক্ত TUBERCLES, ulcerating (6) 1 am-c, 2 ant-c, 1 bov, 2 caust, 2 fl-ac, 1 sec
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, নাভির মতো আকৃতিবিশিষ্ট TUBERCLES, umbilicated (2) 2 kali-bi, 2 kali-br
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, আচিলের আকার TUBERCLES, wart-shaped (2) 1 lyc, 2 thuj
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, পানিসিক্ত TUBERCLES, watery (2) 1 graph, 1 mag-c
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, সাদা TUBERCLES, white (5) 1 ant-c, 1 dulc, 1 sep, 1 sulph, 1 valer
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, শীত কালে TUBERCLES, winter (1) 2 kali-br
- ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার, হলুদ বর্ণের TUBERCLES, yellow (2) 2 ant-c, 1 rhus-t
লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।
এ পোস্টটি প্রথম পাতায় উল্লেখিত “ক্ষুদ্র স্ফীতি গুটিকা বা টিউমার TUBERCLES” পরিচ্ছেদের বর্ণনা। সকলকে অনুরোধ করব চর্ম রোগের প্রথম পাতাটি পড়ার জন্য
নোটঃ যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে। সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।