শিশুর বয়স যখন ১২ মাস:
- শিশুর শারীরিক ওজন তার জন্মের ওজনের তিনগুণ হবে।
- শিশুর শারীরিক উচ্চতা তার জন্মের উচ্চতার চেয়ে ৫০% বেশি হবে।
- শিশুর বুক এবং মাথার পরিধি সমান হবে।
- ১-৮ টা দাঁত উঠবে।
- কোনো কিছু না ধরে শিশু দাঁড়াতে সক্ষম হবে।
- সম্পূর্ণ একা অথবা কারো হাত ধরে শিশু হাঁটতে সক্ষম হবে।
- কারো সাহায্য ছাড়াই শিশু বসতে সক্ষম হবে।
- ২ টি বস্তু দ্বারা টুংটাং শব্দ করতে সক্ষম হবে।
- শিশুর সামনে কোনো বই দিলে একসাথে অনেকগুলি করে পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে দেখতে থাকবে।
- বৃদ্ধাঙ্গুল এবং তর্জনীর সাহায্যে ছোট-খাটো কোনো বস্তু তুলে নিতে সক্ষম হবে।
- রাতে ৮ থেকে ১০ ঘণ্টা ও দিনে ১ থেকে ২ ঘণ্টা ঘুমাবে।
সংবেদনশীলতা ও জ্ঞানের দক্ষতা
- খেলাধুলোর ভান করতে থাকে।
- দ্রুত চলমান কোনো বস্তু বা খেলনার অনুসরণ করবে।
- নাম ধরে ডাক দিলে সাড়া দিবে।
- “মা” “বাবা” এবং আরো অন্তত ১/২ টি শব্দ বলতে শিখবে।
- সহজ সহজ নির্দেশনাগুলো বুঝতে শিখবে।
- বিভিন্ন পশু-পাখির শব্দ নকল করার চেষ্টা করবে।
- বিভিন্ন জিনিসের নাম শিখবে।
- পোশাক পরিধান করানোর সময় নিজের হাত/পা উঁচু করবে।
- নিজের দিকে এবং বিপরীত দিকে বল গড়াগড়ি খেলবে।
- আঙ্গুল দিয়ে কোনো বস্তুর দিকে নির্দেশ করবে।
- হাত দিয়ে টাটা বা বিদায় জানাবে।
- একটি বস্তু অপর আরেকটি বস্তুর সাথে জোড়া লাগানোর চেষ্টা করবে।
- পিতামাতা থেকে আলাদা হলে শিশু উদ্বিগ্ন হয়ে পড়বে এবং পিতামাতাকে আঁকড়ে ধরে রাখবে।
শিশুর বয়স যখন ১২ মাস তখন অভিভাবকদের করণীয়
- শিশুর সামনে বিভিন্ন ছবি বিশিষ্ট বই-পুস্তক দেওয়া যেতে পারে।
- বিভিন্ন শপিংমল বা চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যেতে পারেন।
- বল ছুঁড়ে দেয়া খেলতে পারেন।
- পারিপার্শ্বিক বিভিন্ন বস্তুর নাম, মানুষের নাম বা বিভিন্ন শব্দ শিখাতে পারেন।
- খেলার ছলে ঠাণ্ডা এবং গরমের অনুভূতি শেখাতে পারেন।
- বড় সাইজের খেলনা কিনে দিতে পারেন যাতে আপনার শিশু ধাক্কা দিয়ে খেলার জন্য দাঁড়াতে সক্ষম হয়।
- শিশুর নিকট বসে কবিতা, গান ও গজল গাইতে পারেন।
- সমবয়সী শিশুদের সাথে খেলার জন্য দিন-ক্ষণ নির্ধারণ করতে পারেন।
- শিশুকে একা রাখতে হলে তার হাতে বা সামনে কোনো খেলনা বা বস্তু দিয়ে রাখতে পারেন, যাতে করে সে আতংকিত না হয়ে পড়ে।
যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন
সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন