শিশুর দ্বিতীয় মাস
শিশুর বয়স যখন ৫ সপ্তাহ:
এ সময়ে শিশুর এলোমেলো ঝাঁকুনিগুলি অদৃশ্য হতে শুরু করে এবং শিশুর নড়াচড়া মসৃণ ও উদ্দেশ্যপূর্ণ হতে শুরু করবে। এ সময়ে আপনার শিশুকে বসার মতো পজিশনে কিছুক্ষণ রাখুন। অবশ্যই শিশুর মাথায় সাপোর্ট রাখতে হবে।
শিশুর বয়স যখন ৬ সপ্তাহ:
এ সময়ে আপনার শিশু মাঝে মাঝে মনকাড়া হাঁসি দিবে। তা দেখে সবার মাঝে আনন্দ ছড়িয়ে পরবে।
শিশুর বয়স যখন ৭ সপ্তাহ:
এ সময় থেকে শিশুর ইন্দ্রিয় শক্তি বিকশিত হতে শুরু করে, শব্দের দিকে ঘুরে তাকাবে, উজ্জ্বল রং ও নড়াচড়ার দিকে লক্ষ্য করবে।
শিশুর বয়স যখন ৮ সপ্তাহ:
এ সময়ে শিশুর ঘাড়ের পেশী কিছুটা শক্ত হয়ে উঠবে, প্রায় ৪৫ ডিগ্রি পর্যন্ত মাথা উঠাতে পারবে, অভিভাবকরা শিশুকে দিনে কয়েকবার উপুড় করে পেটের উপরে শুয়ে দিবেন এরফলে শিশু ঘাড় উঠানো প্র্যাকটিস করবে।
যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন
সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন