Urtica Urens [Urt-U] আর্টিকা ইউরেন্স

Urt-u: ডান বাহুর ডেল্টইড মাসেলে বাতজ বেদনার সহিত গেঁটেবাত।

Urt-u: বাত ব্যথার সহিত আর্টিকেরিয়া অথবা তারা পর্যায়ক্রমিক ভাবে আসে।

Urt-u: আর্টিকেরিয়া ও চুলকানি শয়ন করলে কমে যায় আবার বিছানা থেকে উঠলে বৃদ্ধি।

Urt-u: সর্বাঙ্গে মূত্রের গন্ধ, মূত্র শরীরের কোনো স্থানে লাগলে সেখানে চুলকায়।

Urt-u: প্রতিদিন একই সময়ে লক্ষণ সমূহ ফিরে আসে।

Urt-u: চর্মরোগ চাপাপড়ার পর ডায়রিয়া।

 

বৃদ্ধি হয় উপশম হয়
< তুষার পাতে

< ঠাণ্ডা আর্দ্র বাতাসে

< ঠাণ্ডা পানিতে গোসল করলে

< বাহুর উপরে শয়ন করলে

< স্পর্শে

< ঘুমের পরে

> শয়ন করলে

 

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *