Urt-u: ডান বাহুর ডেল্টইড মাসেলে বাতজ বেদনার সহিত গেঁটেবাত।
Urt-u: বাত ব্যথার সহিত আর্টিকেরিয়া অথবা তারা পর্যায়ক্রমিক ভাবে আসে।
Urt-u: আর্টিকেরিয়া ও চুলকানি শয়ন করলে কমে যায় আবার বিছানা থেকে উঠলে বৃদ্ধি।
Urt-u: সর্বাঙ্গে মূত্রের গন্ধ, মূত্র শরীরের কোনো স্থানে লাগলে সেখানে চুলকায়।
Urt-u: প্রতিদিন একই সময়ে লক্ষণ সমূহ ফিরে আসে।
Urt-u: চর্মরোগ চাপাপড়ার পর ডায়রিয়া।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< তুষার পাতে
< ঠাণ্ডা আর্দ্র বাতাসে < ঠাণ্ডা পানিতে গোসল করলে < বাহুর উপরে শয়ন করলে < স্পর্শে < ঘুমের পরে |
> শয়ন করলে |