আমবাত বা লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগের (Urticaria, Hives) চিকিৎসা ও ১১২ টি লক্ষণ।

আমবাতঃ ত্বকের স্থানে স্থানে লাল দাগ ও চুলকানীযুক্ত ফুলে উঠা এক প্রকার চর্ম উদ্ভেদ। এলার্জিক খাবার বা পরিবেষে এ রোগ বেশি হয়, কারো কারো ক্রনিক আর্টিকেরিয়া হয়।

চিকিৎসাঃ নিম্নে বর্ণিত লক্ষণ ও তার ঔষধ সমূহ প্রাথমিক ভাবে বিবেচনায় নিয়ে সফল হোমিওপ্যাথি চিকিৎসা করা সম্ভব।

ঔষধ প্রয়োগ সম্পর্কিত সাবধানতা

 

আমবাত বা লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগের রুব্রিক ও ঔষধ সমূহঃ

  1. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ URTICARIA, hives (133) 2 acon, 1 agar, 1 all-c, 1 am-c, 1 am-m, 1 anac, 2 ant-c, 1 ant-t, 1 anthro, 1 antipyrin, 1 ap-g, 3 APIS, 1 arn, 3 ARS, 2 ars-i, 3 ASTAC, 1 aur, 1 bar-c, 1 bar-m, 1 bell, 1 benz-ac, 1 berb, 1 bomb-pr, 2 bov, 2 bry, 1 bufo, 2 calad, 3 CALC, 3 CALC-S, 2 camph, 1 carb-an, 3 CARB-AC, 3 CARBN-S, 2 carb-v, 3 CAUST, 1 cham, 1 chin, 1 chin-ar, 2 chin-s, 3 CHLOL, 1 chlor, 1 cic, 2 cimic, 1 coca, 1 cocc, 2 con, 3 COP, 2 corn, 2 crot-h, 1 croto-t, 1 cub, 1 cund, 2 cupr, 3 DULC, 1 dys-co, 2 elat, 1 fago, 1 ferr-i, 2 frag, 1 gall-ac, 2 galph, 2 graph, 3 HEP, 3 HIST, 1 hom, 1 hydr, 2 ichth, 1 ign, 1 iod, 1 ip, 2 kali-ar, 2 kali-br, 2 kali-c, 1 kali-chl, 1 kali-i, 1 kali-p, 1 kali-s, 2 kreos, 1 lach, 3 LED, 2 lyc, 1 lycps, 1 mag-c, 1 medus, 1 merc, 2 mez, 1 nat-ar, 1 nat-c, 3 NAT-M, 2 nat-p, 1 nit-ac, 2 nux-v, 1 pall, 2 petr, 1 ph-ac, 2 phos, 1 polyg, 2 psor, 2 puls, 3 RHUS-T, 1 rhus-v, 1 rob, 1 rumx, 1 ruta, 2 sal-ac, 1 sanic, 1 sars, 1 sec, 1 sel, 2 sep, 1 sil, 1 skook, 1 stann, 1 staph, 1 stram, 1 stroph, 1 stry, 3 SULPH, 2 sul-ac, 2 sul-i, 1 ter, 1 tet, 1 thuj, 2 til, 2 trio, 1 tub, 3 URT-U, 1 ust, 1 valer, 1 vario, 2 verat, 1 vesp, 1 zinc
  2. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, বিকেলে URTICARIA, hives afternoon (1) 1 chlol
  3. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, চাপাপড়ার পরে অসুস্থতা URTICARIA, hives ailments, after suppressed (3) 1 apis, 1 ars, 1 urt-u
  4. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, ঠাণ্ডা বাতাসে URTICARIA, hives air, cold, in (9) 1 ars, 1 caust, 1 dulc, 1 kali-br, 1 nat-s, 2 nit-ac, 3 RHUS-T, 1 rumx, 2 sep
  5. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, ঠাণ্ডা বাতাসে উপশম URTICARIA, hives air, cold, in amel. (3) 2 calc, 1 dol, 2 dulc
  6. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, খোলা বাতাসে URTICARIA, hives air, open in (1) 1 nit-ac
  7. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, খোলা বাতাসে উপশম URTICARIA, hives air, open in amel. (1) 1 calc
  8. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, খোলা বাতাস হতে URTICARIA, hives air, open in from (2) 1 nit-ac, 1 sep
  9. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, মদ্যপ ব্যাক্তির URTICARIA, hives alcoholics, in (1) 1 chlol
  10. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, তার সহিত পর্যায়ক্রমে হাঁপানি URTICARIA, hives alternating with asthma (4) 1 apis, 1 ars, 1 calad, 1 graph
  11. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, তার সহিত পর্যায়ক্রমে, খিল ধরা URTICARIA, hives alternating with cramps (1) 1 ars
  12. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, তার সহিত পর্যায়ক্রমে, ক্রুপকাশি URTICARIA, hives alternating with croup (1) 1 ars
  13. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, তার সহিত পর্যায়ক্রমে, বাতরোগ URTICARIA, hives alternating with rheumatism,with (2) 2 rhus-t, 2 urt-u
  14. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, এন্টিবায়োটিক সেবনের পরে URTICARIA, hives antibiotics, after (5) 1 apis, 1 ars, 1 moni, 2 nit-ac, 1 pen
  15. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, তার সহিত পেরাসাইট URTICARIA, hives ascarides, with (1) 1 urt-u
  16. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, হাঁপানির সময় URTICARIA, hives asthmatic, troubles, in (1) 2 apis
  17. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, গোসল করার পরে URTICARIA, hives bathing, after (4) 1 bov, 1 lach, 1 phos, 2 urt-u
  18. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, ঠাণ্ডা পানিতে গোসল করার পরে URTICARIA, hives bathing, after cold, after (1) 1 calc-p
  19. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, সর্দির সহিত URTICARIA, hives catarrh, with (2) 1 all-c, 1 dulc
  20. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, সর্দির লাগার ফলে URTICARIA, hives catarrh, with catarrh, from (1) 1 dulc
  21. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, সিমেন্টের সংস্পর্শে URTICARIA, hives cement, of (4) 1 calc, 1 petr, 1 rhus-t, 1 sil
  22. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, বাতাস ও আবহাওয়ার পরিবর্তনে URTICARIA, hives change of air and weather (1) 2 apis
  23. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, শিশুদের URTICARIA, hives children, in (3) 1 apis, 1 cop, 2 urt-u
  24. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, ক্রনিক ভাবে আক্রান্ত শিশু URTICARIA, hives children, in chronic (4) 1 apis, 1 cop, 1 puls, 2 urt-u
  25. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, শীত লাগার সময় URTICARIA, hives chill, during (5) 1 apis, 2 ars, 1 ign, 3 NAT-M, 3 RHUS-T
  26. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, শীত লাগার পরে URTICARIA, hives chill, during after (2) 2 elat, 2 hep
  27. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, শীত লাগার পুর্বে URTICARIA, hives chill, during before (1) 1 hep
  28. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, শীত লাগার সময় থেমে-থেমে হয় URTICARIA, hives chill, during intermittent, with (2) 1 ign, 1 nat-m
  29. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, ক্রনিক URTICARIA, hives chronic (20) 2 anac, 2 ant-c, 1 antipyrin, 2 ars, 2 astac, 2 bov, 1 calc, 1 chlor, 2 cop, 1 cund, 2 dulc, 1 hep, 1 ichth, 2 lyc, 1 nat-m, 2 rhus-t, 1 sep, 1 stroph, 2 sulph, 1 urt-u
  30. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, ক্রনিক ও পুনঃপুন আক্রান্ত হয় URTICARIA, hives chronic recurring (1) 1 hep
  31. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, জামাকাপড়ের চাপে URTICARIA, hives clothes, from pressure of (1) 1 med
  32. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, ঠাণ্ডা বাতাসে URTICARIA, hives cold air, in (7) 1 caust, 1 kali-br, 1 nat-s, 2 nit-ac, 3 RHUS-T, 1 rumx, 2 sep
  33. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, ঠাণ্ডা বাতাসে উপশম URTICARIA, hives cold air, in amel. (2) 2 calc, 2 dulc
  34. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, ঠাণ্ডা স্থানে গোসল করার পরে URTICARIA, hives cold air, in bath, after (1) 2 calc-p
  35. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, ঠাণ্ডা পানিতে উপশম URTICARIA, hives cold air, in water amel. (2) 1 apis, 1 dulc
  36. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, ঠাণ্ডা প্রয়োগের ফলে URTICARIA, hives cold taking, from (7) 1 ars, 1 calc, 1 calc-p, 3 DULC, 1 rhus-t, 1 rumx, 1 sep
  37. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, ঠাণ্ডায় বৃদ্ধি URTICARIA, hives colds, agg. (1) 2 dulc
  38. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, কোষ্ঠকাঠিন্যের সহিত URTICARIA, hives constipation, with (1) 1 cop
  39. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, ডায়রিয়ার সহিত URTICARIA, hives diarrhea, with (3) 1 apis, 1 bov, 2 puls
  40. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, ঠাণ্ডা পানি পানে বৃদ্ধি URTICARIA, hives drinking, cold water agg. (1) 1 bell
  41. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, গরম পানি পানে বৃদ্ধি URTICARIA, hives drinking, cold water agg. hot drinks, water, agg. (2) 1 apis, 1 chlol
  42. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, গরম পানি পানে উপশন URTICARIA, hives drinking, cold water agg. hot drinks, water, agg. amel. (1) 1 chlol
  43. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, রস সঞ্চয়ের সহিত স্ফীতি URTICARIA, hives edema, with (3) 2 apis, 1 urt-u, 1 vesp
  44. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, মানসিক আবেগের ফলে URTICARIA, hives emotion, from (6) 1 anac, 1 bov, 1 dys-co, 1 ign, 1 kali-br, 2 nat-m
  45. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, পায়ের আঙ্গুলে ক্ষয় হওয়ার সহিত URTICARIA, hives erosion on toes, with (1) 1 sulph
  46. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, সন্ধ্যায় URTICARIA, hives evening (2) 2 kreos, 2 nux-v
  47. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, ব্যায়াম, পরিস্রমের ফলে URTICARIA, hives exercise, exertion, from (7) 1 apis, 1 calc, 1 hep, 1 nat-m, 1 psor, 1 sanic, 1 urt-u
  48. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, ব্যায়াম, অত্যাধিক পরিস্রমের পরে URTICARIA, hives exercise, exertion, from violent, after (8) 1 apis, 1 calc, 2 con, 1 hep, 2 nat-m, 2 psor, 1 sanic, 2 urt-u
  49. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, অনাবৃত থাকার ফলে URTICARIA, hives exposure, from (3) 1 chlor, 2 dulc, 1 rhus-t
  50. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, জ্বরের সময় URTICARIA, hives fever, during (8) 3 APIS, 1 chlor, 2 cop, 1 cub, 3 IGN, 3 RHUS-T, 2 rhus-v, 2 sulph
  51. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, জ্বর চাপাপড়ার ফলে URTICARIA, hives fever, during suppressed, from (1) 1 elat
  52. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, মাছ খেলে বৃদ্ধি URTICARIA, hives fish agg. (4) 1 apis, 1 ars, 1 astac, 1 lyc
  53. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, চেপটা ফলকে URTICARIA, hives flat, in plaques (2) 1 form, 1 lob
  54. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, আটা ময়দা লেগে URTICARIA, hives flour, from (1) 1 pot-a
  55. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, ফল, শুয়োরের মাংস অথবা ঘোড়ার খাদ্য (বাজরা) সেবনের ফলে URTICARIA, hives fruit, pork or buckwheat, from (1) 1 puls
  56. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, পাকস্থলীসংক্রান্ত বিশৃঙ্খলা, হতে URTICARIA, hives gastric derangement, from (10) 2 ant-c, 1 ars, 1 carb-v, 1 cop, 1 dulc, 1 kali-s, 1 nux-v, 2 puls, 1 rob, 1 trio
  57. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, পোকায় কামড়ানোর ফলে URTICARIA, hives insect bites, from (1) 2 apis
  58. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, চুলকানোর পরে জ্বলে, তার সহিত জ্বর URTICARIA, hives itching, burning after scratching, no fever, with (1) 1 dulc
  59. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, চুলকানী ব্যাতিত, জ্বরের সহিত URTICARIA, hives itching, burning after scratching, no fever, with without itching (1) 1 uva
  60. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, কলিজার লক্ষণের সহিত URTICARIA, hives liver symptoms, with (3) 1 astac, 1 myric, 1 ptel
  61. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, নীলচে-ধূসর বর্ণের URTICARIA, hives livid (1) 2 apis
  62. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, শয়ন করলে উপশম URTICARIA, hives lying, amel. (1) 1 urt-u
  63. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, ম্যালেরিয়া, চাপাপড়ার ফলে URTICARIA, hives malaria, from suppressed (1) 1 elat
  64. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, গোশত খাওয়ার, পরে URTICARIA, hives meat, after (1) 3 ANT-C
  65. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, ঋতুলোপকালে, বৃদ্ধি URTICARIA, hives menopause at, agg. (2) 1 morph, 1 ust
  66. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, ঋতুস্রাবের সময় URTICARIA, hives menses, during (8) 1 bell, 2 cimic, 2 dulc, 2 kali-c, 1 mag-c, 1 puls, 1 sec, 1 ust
  67. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, ঋতুস্রাবের পরে URTICARIA, hives menses, during after (1) 1 kreos
  68. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, ঋতুস্রাবের পুর্বে URTICARIA, hives menses, during before (5) 1 cimic, 2 dulc, 2 kali-c, 1 mag-c, 1 nat-m
  69. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, ঋতুস্রাবের সময় বিলম্বিত হলে URTICARIA, hives menses, during delayed (1) 1 puls
  70. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, ঋতুস্রাবের সময় প্রচুর পরিমাণে হয় URTICARIA, hives menses, during profuse, with (1) 1 bov
  71. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, সকালে URTICARIA, hives morning (1) 2 bell
  72. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, সকালে জাগ্রত হলে URTICARIA, hives morning waking, on (1) 1 bov
  73. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, বমিভাবের পরে URTICARIA, hives nausea, after (1) 1 sang
  74. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, বমিভাবের পুর্বে URTICARIA, hives nausea, after before the (1) 1 sang
  75. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, রাতে URTICARIA, hives night (9) 1 ant-c, 3 APIS, 1 ars, 2 bov, 2 chlol, 2 cop, 1 hydr, 2 nux-v, 2 puls
  76. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, গুঁটি গুঁটি URTICARIA, hives nodular (94) 2 agar, 2 alum, 1 am-c, 1 am-m, 1 anac, 2 ant-c, 1 ant-t, 3 APIS, 1 arn, 1 ars, 1 aur, 1 bar-c, 1 bar-m, 1 bell, 2 bry, 3 CALC, 1 cann-s, 1 canth, 1 caps, 2 carb-an, 1 carbn-s, 2 carb-v, 3 CAUST, 2 chel, 1 chin, 2 chlol, 1 chlor, 1 cic, 1 cocc, 1 con, 2 cop, 1 dig, 1 dros, 3 DULC, 1 graph, 1 hell, 2 hep, 1 ign, 2 iod, 1 ip, 2 jug-c, 1 kali-ar, 2 kali-br, 1 kali-c, 1 kali-i, 1 kali-n, 1 kali-s, 1 kreos, 3 LACH, 2 led, 2 lyc, 2 mag-c, 1 mag-m, 2 mang, 1 merc, 3 MEZ, 1 mur-ac, 1 nat-ar, 1 nat-c, 2 nat-m, 1 nat-p, 1 nit-ac, 1 nux-v, 1 olnd, 1 op, 1 pall, 2 petr, 1 ph-ac, 1 phos, 2 puls, 3 RHUS-T, 1 rhus-v, 2 ruta, 1 sabin, 2 sec, 1 sel, 2 sep, 2 sil, 1 spig, 1 spong, 1 squil, 1 stann, 2 staph, 1 stram, 2 sulph, 1 sul-ac, 1 tarax, 1 thuj, 2 urt-u, 1 valer, 2 verat, 1 verb, 1 viol-t, 1 zinc
  77. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, গুঁটি গুঁটি গোলাপী রঙের URTICARIA, hives nodular rosy (20) 2 bell, 2 bry, 2 chlol, 2 chlor, 1 coca, 1 cop, 1 croto-t, 1 gels, 1 jug-c, 1 kali-br, 1 kali-i, 1 merc, 2 nat-c, 1 petr, 1 phos, 1 phyt, 3 RHUS-T, 1 sil, 3 STRAM, 1 ter
  78. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, গুড়াকৃমির (oxyures) সহিত URTICARIA, hives oxyures, with (2) 1 rhus-t, 1 urt-u
  79. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, বুক ধড়্ফড়্ করার সহিত URTICARIA, hives palpitations, with (1) 1 bov
  80. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, প্রতি বৎসর নির্দিষ্টকালে আগত URTICARIA, hives periodical, every year (1) 1 urt-u
  81. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, ঘর্মাবস্থায় URTICARIA, hives perspiration, during (2) 3 APIS, 3 RHUS-T
  82. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, গুড়াকৃমির সহিত URTICARIA, hives pinworm, with (1) 1 urt-u
  83. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, বেগুনী লাল বর্ণের URTICARIA, hives purple (1) 1 chin-s
  84. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, অপসৃত হত্তয়া URTICARIA, hives receding (1) 1 stroph
  85. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, পুনঃপৌনিক URTICARIA, hives recurring (1) 1 hep
  86. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, বাতজ খোঁড়ামি, ধড়্ফড়ানি এবং ডায়রিয়ার সহিত URTICARIA, hives rheumatic lameness, palpitation and diarrhea, with (3) 2 bov, 1 dulc, 1 rhus-t
  87. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, বাতরোগ অবস্থায় URTICARIA, hives rheumatism, during (2) 3 RHUS-T, 3 URT-U
  88. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, ঘর্ষনে উপশম URTICARIA, hives rubbing amel. (1) 1 elat
  89. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, চাপাপড়ার ফলে সিকুইলে রোগ URTICARIA, hives sequelae, from suppressed hives, with (2)    1 apis, 1 urt-u
  90. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, চুলকানোর পরে URTICARIA, hives scratching, after (49) 1 agar, 1 alum, 1 am-c, 1 am-m, 1 ant-c, 1 ars, 1 bar-c, 1 bry, 2 calc, 1 carb-an, 1 carbn-s, 1 carb-v, 2 caust, 1 chin, 1 chin-ar, 1 cic, 1 cocc, 1 con, 3 DULC, 2 graph, 1 hell, 2 hep, 1 ip, 3 LACH, 1 led, 2 lyc, 1 mag-c, 1 mag-m, 1 mang, 1 merc, 3 MEZ, 1 nat-c, 1 nat-m, 1 nit-ac, 1 nux-v, 1 olnd, 2 petr, 1 puls, 3 RHUS-T, 1 ruta, 1 sel, 1 sep, 1 sil, 1 spig, 2 staph, 1 sulph, 1 thuj, 1 verat, 1 zinc
  91. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, সমুদ্রতীরে URTICARIA, hives seashore, at (2) 1 ars, 1 mag-m
  92. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, খোলস যুক্ত মাছ খাওয়ার পরে URTICARIA, hives shellfish, after (7) 1 apis, 1 astac, 1 camph, 1 lyc, 1 ox-ac, 1 ter, 2 urt-u
  93. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, থরথর কম্পনের সহিত URTICARIA, hives shuddering, with (1) 1 urt-u
  94. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, প্রতি বসন্তকালে URTICARIA, hives spring, every (1) 1 rhus-t
  95. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, সুরাযুক্ত কড়া মদ্য পানের পরে URTICARIA, hives spirituous liquors, after (1) 1 chol
  96. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, স্ট্রবেরি খাওয়ার ফলে URTICARIA, hives strawberries, from (5) 2 apis, 1 bry, 1 frag, 2 ox-ac, 2 urt-u
  97. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, হঠাৎ, আসে ও চলেযায় URTICARIA, hives sudden, coming and going (2) 1 antipyrin, 1 dys-co
  98. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, হঠাৎ, আসে ও চলেযায়, সাময়িক ভাবে অতিমাত্রায় নিম্ন রক্তচাপের সহিত URTICARIA, hives sudden, coming and going violent onset, syncope, with (1) 1 camph
  99. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, চাপাপড়ে বৃদ্ধি URTICARIA, hives suppression of, agg. (3) 1 apis, 1 ars, 1 urt-u
  100. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, অত্যন্ত স্পর্শকাতর URTICARIA, hives touch, very sensitive to (1)     1 hep
  101. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, টিউবারোসা URTICARIA, hives tuberosa (2)  2 anac, 1 bol
  102. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, আচ্ছাদনহীন অংশে URTICARIA, hives uncovered, parts (1)     1 apis
  103. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, পোশাক খোললে বৃদ্ধি URTICARIA, hives undressing, agg. (1)       1 puls
  104. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, শাকসবজি খাওয়ার ফলে URTICARIA, hives vegetables, from (2)       1 cypr, 1 urt-u
  105. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, বমির সহিত URTICARIA, hives vomiting, with (2)    1 apis, 1 cina
  106. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, ঠাণ্ডা বাতাসে হাটাচলা করার সময় URTICARIA, hives walking, in cold air, while (1)    2-Sep
  107. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, উষ্ণতা এবং ব্যায়ামে বৃদ্ধি URTICARIA, hives warmth, and exercise, agg. (14)        2 apis, 2 bov, 2 con, 2 dulc, 1 kali-c, 2 kali-i, 2 led, 2 lyc, 3 NAT-M, 1 nit-ac, 2 psor, 2 puls, 2 sulph, 3 URT-U
  108. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, উষ্ণতা এবং ব্যায়ামে উপশম URTICARIA, hives warmth, and exercise, agg. amel. (5)  1 ars, 1 chlol, 2 hep, 1 lyc, 2 sep
  109. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, ভিজা অবস্থায় থাকার ফলে URTICARIA, hives wet, becoming, from (1)        3 RHUS-T
  110. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, সাদা URTICARIA, hives white (1)      1 nat-m
  111. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, মদ্যপানের ফলে URTICARIA, hives wine, from (1)    2 chlol
  112. আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, প্রতি বৎসর, একই ঋতুতে URTICARIA, hives yearly, same season (2)  1 rhus-t, 1 urt-u

 

লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।

এ পোস্টটি প্রথম পাতায় উল্লেখিত “আমবাত, লাল দাগ ও চুলকানীযুক্ত চর্মরোগ, বিকেলে Skin URTICARIA, hives” পরিচ্ছেদের বর্ণনা। সকলকে অনুরোধ করব চর্ম রোগের প্রথম পাতাটি পড়ার জন্য

নোটঃ  যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে।   সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।

 

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *