Verat: সকল স্রাব প্রচুর পরিমাণে নির্গত হয়, যার ফলে অবসাদ ও অবসন্ন হয়ে পড়ে এবং অত্যধিক বমি হয়।
Verat: সকল রোগের সহিত কপালে শীতল ঘর্ম। শরীর, হাত, পা ও নখের উপর পর্যন্ত বরফের মত ঠাণ্ডা হয়ে যায়, মাথার তালুতে যেন এক টুকরো বরফ আছে।
Verat: ঠাণ্ডা পানি, ঝাঁঝালো খাবার, জুস ও বলকারক খাবারের প্রতি প্রচণ্ড আকাঙ্ক্ষা।
Verat: রোগী একাকী থাকতে পারে না, কিন্তু লোকজন নিকটে থাকলেও কথাবার্তা বলে না।
Verat: উন্মাদ অবস্থায় রোগী নিজের কাপড় ছিঁড়ে ফেলে, অশ্লীল ব্যবহার ও কামুকতার ভাব দেখায়, কখনও যৌন রসাত্বক কথা বলে আবার কখনও ধর্ম বিষয়ে কথা বলে।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< পরিশ্রমে
< মদ্যপানে < আবহাওয়ার পরিবর্তনে < ঠান্ডা পানীয় পানে < মাসিকের আগে ও সময় < ভয় পেলে < মলত্যাগের আগে ও পরে < স্পর্শে < চাপ প্রয়োগে < ব্যথার সময় < ভেজা ঠান্ডা আবহাওয়ায় < আফিম সেবনে < তামাক চিবালে < দম্ভ ভেঙ্গে গেলে |
> উষ্ণতায়
> আচ্ছাদনে > হাঁটাহাঁটি করলে > গরম পানীয় পানে > শয়ন করলে > মাংস খেলে > দুধ পানে |