Zincum Metallicum [Zinc] জিংকাম মেটালিকান

Zinc: সকালে অতিরিক্ত প্রফুল্লতা কিন্তু রাতে বিমর্ষভাব, বেলা ১১ টা বা ১২ টার দিকে রাক্ষুসে ক্ষুধা।

Zinc: স্মৃতিশক্তি দুর্বল, কোন প্রশ্নের জবাব দিবার পূর্বে প্রশ্নটি পূনরায় বলে।

Zinc: হাত-পা বিশেষত পা আপনা হতে নড়ে, রোগী স্থির থাকতে পারে না। টেমোর, ঝাঁকি লাগা ও অস্থিরতা।

Zinc: রজঃস্রাব বা মল-মূত্র ইত্যাদি যেকোনো স্রাব শরীর হতে বের হলে কিংবা উদ্ভেদ বের হলে সব যন্ত্রণা ও কষ্টের উপশম।

Zinc: শিশু রোগী লিঙ্গ ধরে টানে, ঘুমের মধ্যে শিশু রোগী চিৎকার করে উঠে, এপাশ ওপাশ মাথা চালে।

Zinc: বসে পিছনের দিকে বাঁকা হলে সহজে প্রস্রাব নির্গত হয়।

 

বৃদ্ধি হয় উপশম হয়
< শারীরিক ও মানসিক পরিশ্রমে

< গোলমালে

< স্পর্শে

< উত্তপ্ত হওয়ার পর

< খাওয়ার পর

< রাতের খাবারের পরে

< দুধ পানে

< ঋতুস্রাব চাপা পড়লে

< ওয়াইন পান করলে, এমনকি সামান্য পরিমাণেও

< বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত

< উদ্ভেদ চাপা পড়লে

< টিকাদানে

< ঠান্ডায় বা ঠান্ডা পানিতে গোসল করলে

> নড়াচড়ায়

> জোরে চাপ প্রয়োগে

> উষ্ণ খোলা বাতাসে

> স্রাব নিঃস্বরণে

> ঘর্ষণে

> চুলকালে

> খাওয়ার সময়

> ঋতুস্রাবের ফ্লোতে

> সন্ধ্যায়

 

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *