এড্রেনাল গ্রন্থি (Adrenal Gland) :
দুই কিডনির উপর এদের অবস্থান । এই গ্রন্থির দুটি অংশ:
- (ক) বাহিরের অংশ – কর্টেক্স (Cortex),
- (খ) ভিতরের অংশ – মেডুলা (Medulla)
কর্টেক্স (Cortex) : এখান থেকে নিন্মের হরমোনগুলি নিঃসৃত হয়।
ক) এলডোষ্টেরন (Aldosterone) : কিডনি টিউবিউলের উপর কাজ করে, পানি এবং লবণ শরীরে ধরে রাখে।
খ) কর্টিসোল (Cortisol) : শরীরে জরুরী পরিস্থিতি মোকাবেলা করে।
- ১) রক্তচাপ বাড়ায় এবং ফুসফুসের অ্যালভিওলী কে প্রসারিত করে শ্বাস নিতে সহায়তা করে।
- ২) রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়।
- ৩) শরীরে পানি ও লবণ ধরে রাখে।
- গ) এন্ড্রোজেন (Androgen) যৌন বৈশিষ্ট্য প্রকাশ করে।
মেডুলা (Medulla) : এখান থেকে এড্রেনালিন ও নরএড্রেনালিন নামক হরমোন নিঃসৃত হয়।
এড্রেনালিনের কাজ :
- ১) রক্তচাপ বৃদ্ধি করে।
- ২) হৃৎপিণ্ডের গতি বাড়ায়।
- ৩) ফুসফুসকে প্রসারিত করে শ্বাস নিতে সহায়তা করে।
সফল রোগীর ভিডিও প্রমাণ
[PGPP id=1214]
It’s awesome in favor of me to have a web site,
which is valuable designed for my know-how. thanks admin