কান (Ear) ও শ্রবণ (Hearing)
কানের ৩টি অংশ :
- ১) বহিঃ কর্ণ,
- ২) মধ্য কর্ণ,
- ৩) অন্তঃকর্ণ,
শ্রবণ প্রক্রিয়া : শব্দ তরঙ্গ বহিঃকর্ণের পিনাতে (Pinna) এসে ধাক্কা খায় এবং বহিঃকর্ণ নালীর (External auditory Canal) মাধ্যমে ভিতরের কানের পর্দায় আঘাত করে । এতে কানের (Tympanic membrane) পর্দা কম্পিত হয়। কানের সাথে মধ্যকর্ণস্থিত ৩টি ছোট হাড় লাগানো আছে । এ তরঙ্গ হাড়ের মাধ্যমে অন্তঃকর্ণে পৌঁছে । অন্তঃকর্ণের ভিতরে পেরিলিম্ফ ও এন্ডোলিম্ফ নামক তরল পদার্থ আছে । শব্দ তরঙ্গ এই এন্ডোলিম্ফ এ কম্পন সৃষ্টি করে । এতে অন্তঃকর্ণের ককলিয়া গাত্রের (Wall) ক্ষুদ্র কেশসমূহ দুলতে থাকে। এর ফলে কেশ সংলগ্ন শব্দ বাহী স্নায়ুর প্রান্তভাগ (Nerve Ending) উত্তেজিত হয় এবং এই উত্তেজনা (Impulse) অডিটরি নার্ভের মাধ্যমে মস্তিষ্কের শ্রবণ অঞ্চলে পৌঁছে । তখন আমরা শুনতে পাই ।
সফল রোগীর ভিডিও প্রমাণ
[PGPP id=1214]