পরিপাকতন্ত্র (Digestive System)

পরিপাক (Digestion):

যে শারীরিক প্রক্রিয়াতে জটিল খাদ্যবস্তু, হজম হয়ে বা ভেঙ্গে ক্ষুদ্র সাধারণ কণা হয়, যা শোষণের উপযোগী তাকে পরিপাক ক্রিয়া বলে ।

উদ্দেশ্য: হজমের উদ্দেশ্য হচ্ছে

  • ক) শরীরের বিভিন্ন কার্যক্রমের জন্য শক্তি যোগানো,
  • খ) দেহের বৃদ্ধি করা ,
  • গ) সার্বক্ষণিক ক্ষয়ের ক্ষতিপূরণ করা,
  • ঘ) প্রজনন ও দুধ উৎপাদনের সহায়তা।

পরিপাকতন্ত্রের অংশসমূহ:

  • ১) মুখ গহ্বর ও জিহ্বা,
  • ২) ফ্যারিংক্স,
  • ৩) খাদ্যনালী,
  • ৪) পাকস্থলী,
  • ৫) ক্ষুদ্রান্ত্র,
  • ৬) বৃহদান্ত্র,
  • ৭) এছাড়া লালাগ্রন্থি, যকৃত, অগ্নাশয়, পিত্তথলি ও আন্ত্রিক গ্রন্থিসমূহ ও পরিপাকতন্ত্রের অংশ।

পরিপাকতন্ত্রের কাজ :

  • ১) খাদ্য গ্রহণ,
  • ২) খাদ্য পরিপাক,
  • ৩) বিভিন্ন পাচক রস নিঃসরণ,
  • ৪) পানি, ভিটামিন, খনিজ লবণ এবং পরিপাক কৃত খাদ্যাংশ শোষণ,
  • ৫) অপ্রয়োজনীয় খাদ্যাংশ মল হিসাবে ত্যাগ,
  • ৬) শরীরের পানি, গ্লুকোজ, এসিড ক্ষারের ভারসাম্য রক্ষা,

৭) পরোক্ষভাবে রক্ত উৎপাদনে সহায়তা করে।

সফল রোগীর ভিডিও প্রমাণ

 

 

[PGPP id=1214]

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

2 Comments

    1. Dr Ashraful Alam Hossani

      গ্যাস্ট্রিক চিকিৎসার জন্য হোমিওপ্যাথিতে ৬৭ টি ঔষধ রয়েছে, রোগীর ব্যাক্তি স্বাতন্ত্র্যের উপর ভিত্তি করে ১ টি সঠিক ঔষধ প্রয়োগ করতে পাড়লে রোগী সুস্থ ও আরোগ্য হয়।

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *