অবস্থান :
পেটের সম্মুখ ভাগে, এপিগ্যাসট্রিক ও বাম হাইপোকন্ডিয়াক অঞ্চল।
ধারণ ক্ষমতা :
নবজাত শিশুদের -৩০ মি.লি, বয়স্কদের ১.৫ লিটার (প্রায়)।
বর্ণনা :
পরিপাকতন্ত্রের সবচেয়ে স্ফীত অংশ। এর ৩ টি অংশ। যথা : ফান্ডাস, বডি,পাইলোরাস। খাদ্যনালী সংলগ্ন উপরের অংশের নাম কার্ডিয়াক ও নীচের ডিওডেনাম সংযোগকারী অংশের নাম পাইলোরিক প্রান্ত।
কাজ :
- ১) খাদ্য বস্তুকে সাময়িকভাবে (৪-৬ ঘণ্টা) ধারণ করে।
- ২) পেপসিন নিঃসরণ করে আমিষ জাতীয় খাবার হজমে সহায়তা করে।
- ৩) হাইড্রোক্লোরিক এসিড-বিভিন্ন খাদ্য হজমে সহায়তা করে এবং জীবাণু ধ্বংস করে।
- ৪) ইনট্রিনসিক ফ্যাক্টও নিঃসরণ করে, যা ভিটামিন শোষণে অপরিহার্য।
সফল রোগীর ভিডিও প্রমাণ
[PGPP id=1214]