পিত্ত-থলী (Gall Bladder)

পিত্ত-থলী (Gall Bladder):

পিত্ত-থলী কলিজার (Liver) নীচের দিকে, ডান হাইপোকন্ড্রিয়াক অঞ্চলে অবস্থিত। এখানে ৩০-৫০মি.লি পিত্ত জমা থাকে। লিভারের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র পিত্ত-বাহী নালী কে ক্যানালিকুলির (Canaliculi) বলে। এগুলি একত্রিত হয়ে ডান ও বাম লোব দিয়ে বাম ও ডান হেপাটিক ডাক্ট হিসাবে বের হয়ে কমন হেপাটিক ডাক্ট ( Common Hepatic Duct) তৈরি করে। এখান থেকে সিসটিক ডাক্ট দিয়ে পিত্ত থলীতে এসে জমা হয় ও প্রয়োজন অনুসারে বের হয়ে পিত্তনালী বা কমন বাইল ডাক্টে (CBD)  আসে। কমন বাইল ডাক্ট (Common Bile Duct) ডিওডেনামে শেষ হয়।

পিত্ত-থলির কাজ :

  • ১) সাময়িকভাবে পিত্ত জমা রাখে।
  • ২) পিত্তকে ঘন করে।

পিত্তনালী (Bile Duct):

পিত্তকে ডিওডেনামে পৌঁছে দেয় , যা স্নেহ জাতীয় খাবার হজমে সাহায্য করে।

সফল রোগীর ভিডিও প্রমাণ

 

 

 

[PGPP id=1214]

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *