বক্ষ (Thorax):
দেহ কাণ্ডের অংশ যাহা গলা থেকে শুরু হয়ে নীচে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা পর্দা পর্যন্ত বিস্তৃত, তাকে বক্ষ বলে।
সীমানা :
উপরে-গলা, নীচে-ডায়াফ্রাম, পিছে-মেরুদণ্ড,সামনে স্টার্নাম, দুই পার্শ্বে-রিব সমূহ।
ট্রাকিয়া (Trachea) :
ট্রাকিয়া ৪-৬ ইঞ্চি লম্বা বাতাসের নালী। এটি ১৬-২০ টি অসম্পূর্ণ তরুণাস্থি এবং ফাইব্রাস টিসু ও অনৈচ্ছিক মাংসপেশি দ্বারা তৈরি। এটি স্বরযন্ত্র বা ল্যারিংস হতে শুরু হয়ে বুকের মাঝামাঝি ২টি ব্রংকাই এ বিভক্ত হয়। এর ভিতরের দিকে আবরণী কলা দ্বারা আবৃত থাকে।
ফুসফুস (Lungs) :
২টি ফুসফুস থোরাক্সের বিশাল অংশ অধিকার করে রাখে। ২টি ব্রংকাই গাছের ডালপালার ন্যায় অসংখ্য ছোট শাখায় বিভক্ত হয়।ব্রংকাই লোবার ব্রংকাই সেগমেন্টাল ব্রংকাই লবিউলার রেসপিরেটরি ব্রংকিওল আ্যাল-ভিউলারস্যাক এট্রিয়া আ্যালভিউলাস। আ্যালভিউলাস এর দেয়াল ছোট জালিকা শিরা দ্বারা আবৃত থাকে। এখানে অক্সিজেন ও কার্বন-ডাই অক্সাইড বিনিময় হয়। ডান ফুসফুস বড় এবং তিনটি লোবে বিভক্ত থাকে। বাম ফুসফুস ছোট ও দুইটি লোবে বিভক্ত। ফুসফুস প্লুরা নামক দুই স্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে। বিভিন্ন রোগে পানি জমা হলে তাকে প্লুরাল ইফিউশান/প্লুরেসি বলে। ফুসফুস অনেকটা স্পঞ্জের মত।
হৃৎপিন্ড(Heart):
এর ওজন প্রায় ৩২৫ গ্রাম। দুটি ফুসফুসের মধ্যে এবং ডায়াফ্রাম (মধ্যচ্ছেদ পর্দা)এর উপর থোরাক্সে অবস্থিত। পেরিকার্ডিয়াম নামক ২ স্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে। এর আকৃতি কোণের ন্যায় এবং ৪টি প্রকোষ্ঠে বিভক্ত: (ক) ডান অলিন্দ (Righr Atrium) (খ) ডান নিলয় (Right Ventricle) (গ) বাম অলিন্দ (Left Atrium) (ঘ) বাম নিলয় (Left Ventricle)। হৃৎপিন্ড রক্তকে পাম্প করে ফুসফুস এবং শরীরের সমস্ত অঙ্গে প্রেরণ করে।
বাম নিলয়ের অগ্রভাগকে এপেক্স (apex) বলে। এর অবস্থান বাম নিপলের ঠিক বাম পার্শ্বে।
(এর কার্যাবলী ফিজিওলজি অংশে বর্ণনা করা হয়েছে)।
সফল রোগীর ভিডিও প্রমাণ
খাদ্যনালী (Esophagus):
এটি ঐচ্ছিক মাংসপেশি দ্বারা তৈরি। ফেরিংক্সায়ের নীচ হতে শুরু হয়ে এবডোমেনে পাকস্থলীতে যেয়ে শেষ হয়। এর দৈর্ঘ্য ২৫ সে.মি.। এটা থোরাক্সের পিছন দিক দিয়ে গলা থেকে এবডোমেন পর্যন্ত বিস্তৃত। ১২ নাম্বার থোরাসিক ভার্টিব্রার সম্মুখে ডায়াফ্রামের ছিদ্র দিয়ে নিচে নামে। এর কাজ হল খাদ্যবস্তুকে ফ্যারিংস থেকে পাকস্থলীতে প্রেরণ করা।
[PGPP id=1214]
ডায়াফ্রাম বা মধ্যচ্ছদ কী?
আপনি লিংকের লেখা সমূহ পড়তে পাড়েন
http://www.hdhomeo.com/%E0%A6%A1%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE-diaphragm/