বীর্য (Sperm):
যৌন মিলনের সময় উত্থিত পুরুষাঙ্গ থেকে মূত্রনালি পথে যে সাদা বর্ণের তরল নিক্ষিপ্ত হয়, তাকে বীর্য বলে। বীর্য নিম্ন লিখিত দ্রব্যাদির সমন্বয়ে গঠিত।
- ক) শুক্র (Sperm),
- (খ) প্রোস্টেট গ্রন্থির রস (Prostatic Fluid)
- (গ) সেমিনাল ভেসিক্যাল রস (Seminal Fluid),
- (ঘ) বালবো ইউরেথ্রাল গ্রন্থির রস (Bulbo Urethral Fluid)
প্রতিবার যৌন সংগমের সময় ৩-৫ মিলিলিটার বীর্য স্খলন গয়। প্রতি মিলিলিটারে ৬-১০ কোটি শুক্র থাকে ।
বন্ধ্যাত্ব বা স্টেরিলিটি (Sterility) : বংশ বিস্তারের অর্থাৎ জন্ম দানের ক্ষমতা না থাকাকে বন্ধ্যত্ব বলে।
পুরুষের বন্ধ্যত্বের কারণসমূহ :
- ক) পুরুষাঙ্গ উত্থিত না হওয়া,
- খ) পর্যাপ্ত পরিমাণে বীর্য স্খলন না হলে,
- গ) প্রতি মিলিলিটার বীর্যে ৪ কোটি ও কম শুক্র থাকলে,
- ঘ) যৌনাঙ্গ সমূহে ইনফেকশন হলে ইত্যাদি।
অক্ষমতা (Impotence): যৌন সংগম করতে না পারাকে অক্ষমতা বলে। এতে পুরুষাঙ্গ উত্থিত হওয়ার ক্ষমতা লোপ পায়।
কারণসমূহ :
- ক) অধিকাংশ ক্ষেত্রে মানুষিক দুর্বলতা,
- (খ) অপুষ্টি,
- গ) যৌনাঙ্গে ইনফেকশন ইত্যাদি।
সফল রোগীর ভিডিও প্রমাণ
[PGPP id=1214]
Very informative. .