বৃক্ক (Kidney)

বৃক্ক (Kidney) :

বৃক্ক (Kidney) ২ টি। শরীরের গুরুত্বপূর্ণ এই অঙ্গ মেরুদণ্ডের দুই পার্শ্বে অবস্থান করে। ইহা ১২তম থোরাসিক হতে ৩ম লাম্বার ভার্টিব্রা পর্যন্ত বিস্তৃত। ইহা এবডোমেনের হাইপোন্ড্রিয়াক, ইলিয়াক, ইপিগ্যাস্ট্রিক ও আম্বিলিকাল অঞ্চলে অবস্থিত। লম্বায় ৪ ইঞ্চি। এর চারপাশে চর্বি (Perinephric Fat) থাকে উপরের অংশে এড্রিনাল  (Adrenal Gland) গ্রন্থি থাকে। ইহার ভিতরের বর্ডার (Medial border) ইউরেটার বাহির হয়ে মূত্রাশয়ে যায়। প্রতিটি কিডনি ১০-১২ লক্ষ নেফ্রন দ্বারা গঠিত। বৃক্কের গঠন ও কার্যের একক হচ্ছে নেফ্রন (Nephron)। নেফ্রনের প্রধান ২ টি অংশ হচ্ছে –

  • ১) ছাকনি বা গ্লোমেরুলাস (Glomerulus)
  • ২) নালী সমূহ বা টিউবিউল্স (Tubules)

ইউরেটার (Ureter) :

দুইটি মাংসল নালী যাহা কিডনির পেলভিস থেকে শুরু হয়ে মূত্র থলি (U.Bladder) পর্যন্ত বিস্তৃত। প্রায় ৪৫ সে.মি লম্বা।

কাজ : বৃক্ক হতে মূত্রাশয় পর্যন্ত মূত্র (Urine) বহন করে আনে।

 

সফল রোগীর ভিডিও প্রমাণ

 

[PGPP id=1214]

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *