ভিডিওতে রয়েছে:
দেব দাশ নামে একজন রোগী, ১৫-২০ বৎসর ধরে হারিশ বের হওয়া রোগে ভোগতেছেন, যার ফলে-
১। পায়খানার রাস্তা হতে রক্ত পা গড়িয়ে গড়িয়ে পরে।
২।। পায়খানা করার সময় পায়খানার রাস্তা প্রায় ২.৫ ইঞ্চির মত বের হয়ে আসে।
৩। প্রচণ্ড টাটানো ব্যথা।
৪। জ্বালা পোড়া।
রোগী এ কঠিন রোগ কষ্ট হতে বাচার জন্য বহু প্রকারের চিকিৎসা নিয়ে ব্যর্থ হন। অবশেষে “HD হোমিও সদন” থেকে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হন।
উল্লেখ্য যে, হোমিওপ্যাথিতে ১০০ জন রোগী পিত্ত পাথুরি রোগের জন্য চিকিৎসা নিলে প্রায় ৮৫ জন রোগী বিনা অপারেশনে সম্পূর্ণ সুস্থ হয়।
Mobile- 01978789494, Skype- hdhomeo1
সফল রোগীর ভিডিও প্রমাণ
অবগতি পত্র:
এ ভিডিওর মাধ্যমে হোমিওপ্যাথির সাফল্য অকাট্য ভাবে প্রমাণিত হয়েছে। কারণ ভিডিওতে দেয়া রোগীর তথ্য সমূহ বিশ্বাস যোগ্য পন্থায় সংরক্ষণ করা হয়েছে। উল্লেখ্য যে, আমরা রোগীকে শিখিয়ে দিয়ে কোন বক্তব্য রেকর্ড করিনা। প্রয়োজনে সত্যকে প্রতিষ্ঠা করার স্বার্থে, আমাদের অফিসে এসে বা রোগীর বাড়িতে গিয়ে সরেজমিন অনুসন্ধান করার জন্য অনুরোধ রইল।
যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন
[PGPP id=1214]
I check this out post fully about the resemblance of newest and previous technologies, it’s remarkable article.