শ্লেষ্মা (Mucus):
শ্লেষ্মা ঝিল্লী (Mucus Membrance) থেকে নিঃসৃত ঘন সাদাটে/ স্বচ্ছ তরল যা মূলত পানি, ইলেক্ট্রোলাইট
(Na+, K+, PO4 , , Ca++, Cl)
গ্লাইকোপ্রোটিনের সমন্বয়ে গঠিত, তাকে শ্লেষ্মা বা মিউকাস বলে।
শ্লেষ্মার বৈশিষ্ট্য :
- ১) অন্ত্রকে পিচ্ছিল করে, ফলে খাদ্য বস্তু সহজে নীচের দিকে ধাবিত হয়,
- ২) খাদ্য বস্তু সমূহের সাথে লেগে মণ্ড বানাতে সাহায্য করে,
- ৩) অন্ত্রের গাত্রে (Gut-Wall)একটি আলাদা স্তর তৈরি করে, ফলে কঠিন খাবার সরাসরি অন্ত্রের সংস্পর্শে যায় না,
- ৪) মল তৈরিতে সহায়তা করে,
- ৫) অপ্রয়োজনীয় খাদ্যাংশ মল হিসাবে বের করতে সাহায্য করে,
- ৬) শরীরের পানি, গ্লুকোজ,এসিড ক্ষারের ভারসাম্য রক্ষা করে,
- ৭) পরোক্ষভাবে রক্ত উৎপাদনে সহায়তা করে।
সফল রোগীর ভিডিও প্রমাণ
[PGPP id=1214]