পিটুটারী (Pituitary gland)
এটার অবস্থান মস্তিষ্কের নিন্মাংশে। এটি দুই ভাগে বিভক্ত: এন্টেরিওর বা সম্মুখ (Anterior) এবং পোষ্টিরিওর বা পশ্চাৎ (Posterior) ভাগ ।
* এন্টেরিওর পিটুইটারি গ্রন্থি থেকে নিন্মের হরমোনসহ নিঃসৃত হয়ে রক্তের মাধ্যমে ছড়িয়ে পরে:
- ক) গ্রোথ হরমোন (Growth Hormone): শরীরের বৃদ্ধি এই হরমোনের প্রভাবে হয় । এর অভাবে মানুষ বেটে হয় ।
- খ) এ. সি. টি. এইচ (C.T.H): এটি এড্রিনাল গ্রন্থি হতে বিভিন্ন হরমোন নিঃসরণ করায় ।
- গ) ফলিকল ষ্টিমুলেটিং হরমোন (S.H) ডিম্বাশয়ের মধ্যস্থিত ডিম্বকে পাকতে (Rippen) সহায়তা করে ।
- ঘ) লিউটিনাইজিং হরমোন (Leutinizing Hormone): এর প্রভাবে ওভুলেশন হয় অর্থাৎ ডিম্ব, ডিম্বাশয় থেকে বের হয়ে আসে।
- ঙ) প্রোল্যাক্টিন (Prolactin) এই হরমোনের প্রভাবে স্তনে দুধ তৈরি হয় । গর্ভাবস্থায় এই হরমোন বেশী নিঃসৃত হয়।
- চ) থাইরয়েড ষ্টিমুলেটিং হরমোন (S.H) এই হরমোন থাইরয়েড গ্রন্থির উপর কাজ করে, সেখান থেকে থাইরকি্রান নামের হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে।
পোষ্টিরিওর বা পশ্চাৎ (Posterior) পিটুইটারি গ্রন্থি:
- ক) এন্টি ডাইরুটিক হরমোন (D.H): এই হরমোন কিডনির নেফ্রনের উপর কাজ করে শরীরের পানি ধরে রাখে। অর্থাৎ প্রস্রাবের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এর অভাবে শরীর থেকে প্রত্যহ ২৩ – ২৪ লিটার পানি বের হয়ে যাবে।
- খ) অক্সিটোসিন (Oxytocin): গর্ভবতী মায়েদের স্তন থেকে দুধ নিঃসরণ করে। ডেলিভারির সময় জরায়ু সংকোচন করে বাচ্চা ভূমিষ্ঠ হতে সহায়তা করে।
সফল রোগীর ভিডিও প্রমাণ
[PGPP id=1214]